ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে চুং কাও থাঙ্গা ক্লাব। হারিয়েছে ব্রু জোয়াইন মৌথাকে। বিজিত ব্রু জোয়াইন মৌথার মাথায় হাত। গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয় তাদের অনেকটা ক্ষতি হয়েছে। তৃতীয় ম্যাচের মাথায় চুং কাও থাঙ্গা
ক্লাব ৭ উইকেটের ব্যবধানে ব্রু জোয়াইন মৌথাকে পরাজিত করেছে । পক্ষান্তরে ব্রু জোয়াইন মৌথা এই ম্যাচে জয়ী হতে পারলে গ্রুপ বি-তে শীর্ষস্থানে ওঠতে পারতো। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্রু জোয়াইন মৌথাকে আজ-ই প্রথম হারের মুখ দেখতে হয়েছে। আজ, মঙ্গলবার হারের কারণে তাদের সেমিফাইনালে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে চুং কাও থাঙ্গা ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ৪৫ ওভারের ম্যাচে ২৫.১ ওভার খেলে ১০৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বসন্ত দেওয়ান সর্বাধিক ৩১ রান উল্লেখ করার মতো। চুং কাও থাঙ্গা ক্লাবের মতেন্দ্র রিয়াং চারটি এবং সুকান্ত রিয়াং তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে চুং কাও থাঙ্গা ক্লাব বিশেষ করে ক্লিনটন রিয়াং এর অনবদ্য ৮৩ রানে ১১.১ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ক্লিনটন ৩৬ বল খেলে ছয়টি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৩ রান সংগ্রহ করে। বোলার মতেন্দ্র রিয়াং পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।