কলকাতা, ১৩ জুন (হি. স.) : মনোনয়ন পর্বে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর নেতৃত্বে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন বিজেপি প্রার্থী। ঠাকুরচক থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে যান শুভেন্দুবাবু।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এদিন ফের বিরোধী দলনেতার মুখে শোনা যায়, ‘নো ভোট টু মমতা’ স্লোগান। রক্ত দেব, তৃণমূলকে জায়গা ছাড়ব না, এটা প্রতিরোধের ভোট, বার্তা দেন শুভেন্দুবাবু। মনোনয়ন মিছিল থেকে ধ্বণি ওঠে, চোর ধরো, জেল ভরো। নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে উৎসাহী বিজেপি প্রার্থীরাও।
রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম বিবাদের মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

