ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। বি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসর শুরু হচ্ছে ৫ জুলাই থেকে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারকার দ্বিতীয় ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের দিনক্ষণ স্থির হয়েছে। আসন্ন ঘরোয়া বি ডিভিশন ক্লাব ফুটবলকে সামনে রেখে আজ, মঙ্গলবার বি ডিভিশনের সমস্ত ক্লাব দলগুলোকে নিয়ে টিএফএ-র লীগ সাব কমিটি বৈঠকে বসেছিল। সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে বি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসরের দিনক্ষণ সহ খেলার নিয়ম কানুন নিয়েও আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত ক্লাব প্রতিনিধি এবং টিএফএ-র লীগ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে বি-ডিভিশন লীগের ক্রীড়া সূচিও তৈরি হয়েছে। প্রত্যাশিতভাবেই নয়টি ক্লাব দল এবারকার ঘরোয়া বি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরে অংশ নিচ্ছে। খেলা হবে সিঙ্গেল লীগ ভিত্তিক। সর্বাধিক পয়েন্ট এর ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটোই আগামী বছর এ ডিভিশন লীগে খেলবে । বি ডিভিশনে যে নয়টি ক্লাব দল খেলছে তা হলো ব্লাড মাউথ ক্লাব, ভারতরত্ন সংঘ, নাইন বুলেটস, ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব, মৌচাক ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি, নবোদয় সংঘ ও সরোজ সংঘ। ৫ জুলাই উদ্বোধনী ম্যাচ হবে ব্লাড মাউথ ক্লাব ও ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। ৯ আগস্ট পর্যন্ত একটানা ৩৬ টি ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামেই প্রতিদিন একটি করে ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে।
2023-06-13