শ্রীনগর, ১২ জুন (হি.স.): ফের আবহাওয়া বদলের পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার থেকেই বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। সোমবার এমনই পূর্বাভাস জারি করেছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত আবহাওয়া আংশিক ও সাধারণত মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামের তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস ও লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

