বিজেপিকে মনোনয়ন জমায় তৃণমূলের বিরুদ্ধে বাধা অভিযোগ, উত্তেজনা কোচবিহারে

দেওয়ানহাট, ১২ জুন (হি. স.) : বিজেপির মনোনয়নে লাঠিসোটা নিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারে। সোমবার দুপুরের এই ঘটনায় কোচবিহার-১ ব্লক বিডিও অফিস সংলগ্ন ঘুঘুমারি চৌপথিতে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

এদিন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে ব্লকের বিভিন্ন এলাকা থেকে দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা করতে আসছিলেন। সেসময় ঘুঘুমারি চৌপথিতে তৃণমূল কর্মীরা লাঠিসোটা নিয়ে তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। দু পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্হিতি তৈরি হয়। তবে কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি কোনওরকমে নিয়ন্ত্রণে আসে।