খুন গোয়ালপাড়া জেলা বিজেপি নেত্রী, অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আটক এক

গোয়ালপাড়া (অসম), ১২ জুন (হি.স.) : গোয়ালপাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কের কাছে উদ্ধারকৃত জেলা বিজেপি সম্পাদিকা জোনালি নাথকে ধর্ষণের পর ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, সন্দেহ পুলিশের। জোনালি নাথের মৃত্যুতে শোক ব্যক্ত করে তরিৎগতিতে ঘটনার তদন্ত করতে ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে মকবুল হুসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালপাড়া পুলিশ।

গতকাল রবিবার রাতে গোয়ালপাড়া জেলার অন্তর্গত কৃষ্ণাইয়ের শালপাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কের কাছে জেলা বিজেপি নেত্রীর মৃতদেহ উদ্ধার হয়। নিহতের পরিবারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে অজ্ঞাত এক ফোন পেয়ে জোনালি নাথ মাটিয়ায় তাঁর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ওই দিনই বিকেলে তাঁকে কয়েকজন মাটিয়ার কাছে ইসলামপুর নামক এক বাজারে শেষবারের মতো দেখেছিলেন। সেখানে একটি লাইন হোটেলে বসে দু-তিনজনের সঙ্গে কথাবার্তাও বলেছিলেন তিনি। এর পর আর তাঁকে দেখেননি কেউ।

পুলিশ জানিয়েছে, রাতে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ তাঁরা জাতীয় সড়কের পাশ থেকে জোনালির নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। প্রথামিক এনকুয়েস্টে বিজেপি নেত্রীর মাথা সহ শরীরের কয়েকটি অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের সন্দেহ, তাঁকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত জোনালি নাথের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে গুয়াহাটিতে নার্সিং কোর্স করছে, ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। স্বামী অসুস্থ, শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনকারী জোনালি কোনও এক মিউচুয়াল ফান্ডের আমানাতকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। তাঁর অকালমৃত্যুতে দুই মেয়ের বুকফাঁটা কান্নায় মাটিয়ার পরিবেশ শোকাকুল হয়ে পড়েছে।

এদিকে দলীয় নেত্রা জোনালি নাথের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি শোকাহত ছোট ছোট কন্যাশিশু ও পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতার আত্মার চিরশান্তি কামনা করেছেন। পাশাপাশি জোনালি নাথের অকালমৃত্যু সংক্রান্ত ঘটনার দ্ৰুত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের গ্ৰেফতার করে বিচারের ব্যবস্থা করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. শর্মা।

অন্যদিকে গোয়ালপাড়া জেলা বিজেপি সম্পাদক জোনালি নাথের রহস্য-মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, প্রদেশ মুখপাত্র ড. জুরি শর্মা বরদলৈ প্রমুখ বহুজন। এছাড়া গোয়ালপাড়া জেলা বিজেপির সব পদাধিকারী জোনালিকে খুন করা হয়েছে এবং শীঘ্র দুষ্কৃতীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। জেলা বিজেপির পদাধিকারীরা জোনালি নাথের বাড়িতে গিয়ে শোকাহত দুই মেয়ে ও স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন।

মুখ্যমন্ত্ৰীর কড়া নির্দেশের পর গতকাল মধ্যরাতেই জোনালি নাথের রহস্য-মৃত্যুর পরিপ্রেক্ষিতে এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালপাড়া পুলিশ। আটক ব্যক্তি ওই লাইন হোটেলের মালিক মকবুল হুসেন, যে হোটেলে বসে গতকাল বিকেলে আরও দু-তিনজনের সঙ্গে কথা বলছিলেন জোনালি নাথ।