আগরতলা, ১২ জুন (হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়সড় সাফল্য পেয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অসম থেকে আগরতলাগামী ময়দা বোঝাই লরি থেকে তল্লাশি চালিয়ে ৮৪ কার্টুন বেআইনি এসকফ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে বহিঃরাজ্যের গাড়ি চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত এসকফের বাজার মূল্য আনুমানিক এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, চুরাইবাড়ি থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে ময়দা বোঝাই লরি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১টা নাগাদ চুরাইবাড়ি নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। সেই সময় অসম থেকে আগরতলাগামী জেএইস০৭এল৯৮৭৩ নম্বরের ১২ চাকার লরিকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ ময়দার বস্তা থেকে ৮৪ কার্টুন বেআইনি এসকফ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত গাড়ির চালক অন্ধ্র প্রদেশের মেধাক এলাকার বাসিন্দা মহম্মদ সাহানুজ(৪০)। তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বাজেয়াপ্ত এসকফের বাজার মূল্য আনুমানিক এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

