(আপডেট) কর্ণাটকে এবার বিনামূল্যে বাস পাবেন মহিলারা, পরিষেবার সূচনা করলেন সিদ্দা ও শিবকুমার

বেঙ্গালুরু, ১১ জুন (হি.স.): নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার থেকে কর্নাটকের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল কর্ণাটকের কংগ্রেস সরকার। ”শক্তি যোজনা”-র অধীনে কেএসআরটিসি ও বিএমটিসি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সূচনা করেছন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া বলেছেন, আগে ৩০ শতাংশ মহিলা বাসে যাতায়াত করতেন, যা বিজেপি সরকারের আমলে ২৪ শতাংশে নেমে এসেছে। তাঁরা চায়নি যে মহিলারা ঘর থেকে বেরিয়ে আসুক।”

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে ভোটারদের যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটি হল ‘শক্তি যোজনা’। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের যাবতীয় সুবিধা পাবেন। বিনামূল্যে বাস পরিষেবার ফলে মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এদিন সিদ্দা ও শিবকুমার বাসে উঠে মহিলাদের হাতে বিনামূল্যে পাশ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *