ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।।আগামী ২২ থেকে ২৭ জুন মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হবে ১২ তম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে গত দুই বছর রাজ্য দল জাতীয় এই টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও এবছর যথারীতি অংশ নিতে চলেছে রাজ্যের হকি খেলোয়াড়রা। জাতীয় আসরে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই চূড়ান্ত রাজ্য দল গঠন করা হয়েছে। এখন আগরতলা এ ডি নগর পুলিশ হকি মাঠে প্রতিদিন চলছে নির্বাচিত খেলোয়ারদের নিয়ে অনুশীলন। আগামী ১৮ জুন রেলপথে রাজ্যের খেলোয়াড়রা নাসিকের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। রবিবার অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন রাজ্য দলের প্রশিক্ষক তথা ত্রিপুরা হকি এশোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব। এদিন তিনি আরো জানান রাজ্য দল গঠন অনেকটা ভালো হয়েছে। বরাবরই জাতীয় আসরে রাজ্যের হকি খেলোয়াড়রা ভালো ফলাফল করে থাকেন। এবছরও দল ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করেন তিনি।