নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): ভারতের জি-২০ সভাপতিত্বে, গোয়ায় তিন দিনের সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস -২০ শীর্ষ সম্মেলন সোমবার শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। এর আয়োজন করছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল – ক্যাগ। জি-২০ সদস্য দেশগুলির অডিট সংস্থার একটি গোষ্ঠী হলো এই সাই। আগামীকাল সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন ক্যাগ গিরিশ চন্দ্র মুর্মু।
অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তুর্কি, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের অডিট গোষ্ঠী ছাড়াও আমন্ত্রিত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবর্গ এই সম্মেলনে যোগ দিচ্ছে। এতে মূলত সমুদ্র অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।

