আইএসএফকে মনোনয়ন পেপার দেওয়ায় মারধর সরকারি আধিকারিককে, অভিযুক্ত তৃণমূল


ভাঙড়, ১০ জুন (হি. স.) : আইএসএফ প্রার্থীদের মনোনয়নের জন্য ফর্ম দেওয়ায় ব্লক প্রশাসনের এক অফিসারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ বিডিও অফিসে। এই ঘটনায় ভাঙড় ২ ব্লকের সরকারি কোষাধক্ষ্য বিদ্যুৎ ঘোষ গুরুতর জখম হন। অভিযোগ তাঁকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের আইএফএফ নেতা সাইম কাদিরকে ফর্ম দেয় ভাঙড় ২ বিডিও অফিসের কর্মী বিদ্যুৎ ঘোষ। কেনোও তিনি ফর্ম দিয়েছেন এই প্রশ্ন তুলে বিদ্যুৎ বাবুকে মারধর করে চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক মোল্লা। এই মারধরের কথা স্বীকার করেছেন বিডিও থেকে শুরু করে আক্রান্ত সরকারি কর্মীও। এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকেও জানিয়েছেন তিনি। এই ধরনের ঘটনা ঘটে থাকলে দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ভাঙড়ের তৃণমূল অবজারভার শওকাত মোল্লা বলেন, “ বিষয়টি জানা নেই। তবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে দল অবশ্যই ব্যবস্থা নেবে।” বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন, “ঘটনাটি সত্য যে আমার দফতরের এক কর্মীকে মারধর করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেইমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” আইএসএফ প্রার্থী সাইম কাদির বলেন, “ এটা গণতন্ত্র, এখানে সব রাজনৈতিক দলের নির্বাচনে লড়াইয়ের অধিকার রয়েছে। কিন্তু তৃণমূল যেটা করছে সেটা অন্যায়। এ বিষয়ে দলের হাই কমান্ডকে জানাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *