নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): মধ্যবিত্তদের কঠোর পরিশ্রমই নতুন ভারতের চেতনাকে সংজ্ঞায়িত করে। শনিবার সকালে টুইট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এখন নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উদযাপন করছে, কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নানা ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ নিয়ে নিয়মিত টুইট করছেন।
শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “মধ্যবিত্তরাই বৃদ্ধি এবং উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগণ্য। তাঁদের কঠোর পরিশ্রম নতুন ভারতের চেতনাকে সংজ্ঞায়িত করে। আমাদের সরকার মধ্যবিত্তের সুবিধার জন্য বৃহত্তর ‘জীবনযাত্রার সহজ’-এর দিকে ধারাবাহিকভাবে কাজ করেছে।”