কলকাতা, ১০ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোট নিয়ে আগামী দিনে আরও বড় গোলমালের আশঙ্কার কথা বললেন বিজেপির রাজ্য নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। শনিবার তিনি বহরমপুরে একই অভিযোগ করেন।
প্রচারমাধ্যমে তিনি বলেন, শুক্রবার প্রথম দিনে তৃণমূল প্রস্তুতির অভাবে বেশি মনোনয়ন শেষ করতে পারেনি। তাতেই জেলায় জেলায় বিরোধীদের উপর সন্ত্রাস চলেছে। সোমবার থেকে মনোনয়ন পেশের সংখ্যা বাড়বে আর ব্লকে ব্লকে বিরোধীদের উপর হামলার পরিমানও বাড়বে। এছাড়া শাসকদলের গোষ্ঠীকোন্দলও রয়েছে।”
প্রসঙ্গত, মনোনয়নপর্ব শুরুর সঙ্গে সঙ্গে যে সব ঘটনা শুরু হয়েছে, তাতে বিজেপি-র অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের বক্তব্য, এর পরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট করাতে অসফল। এমত অবস্থায় আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি। এছাড়াও যাঁরা চুক্তিভিত্তিক কর্মী (সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক প্রভৃতি) আছেন, তাঁদের ভোটের কোনও কাজে যেন না ব্যবহার করা হয়।