জে সি সি- ৬৯/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।মুষলধারে বৃষ্টি। থাবা বসাল প্রথম দিনের খেলায়। প্রথম দিনে হলো মাত্র ২৭ ওভার। দিনের বেশীরভাগ সময়ই বল গড়ালো না ২২ গজে। আর তাতেই ব্যাকফুটে জে সি সি। ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত জে সি লিগের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় জে সি সি। দিনের শেষেও আকাশ যেভাবে কালোচাদরে ঢেকে আছে তাতে আজ দ্বিতীয় দিনে খেলা কতটুকু হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। শনিবার ইউনাটেড ফ্রেন্ডসের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে জে সি সি। দলের আক্রমণে নেতৃত্বে দিয়েছেন শুভম ঘোষ। শুভমের ভেলকিতে কার্যত কুপোকাৎ জে সি সি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় জে সি সি। দলের প্রথমসারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় জে সি সি। শেষ পর্যন্ত দিনের শেষে ২৭ ওভারে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিমন সাহা ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, নিরুপম সেন চৌধুরি ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭, ভিকি সাহা ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (অপ:) এবং দ্বীপজয় দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে শুভম ঘোষ (৩/২৬), রীতায়ন দে (২/১৮),ঋত্বিক শ্রীবাস্তব (১/২) এবং দীপক ক্ষত্রী (১/২২) সফল বোলার। রবিবার ইউনাটেড ফ্রেন্ডসের লক্ষ্য থাকবে দ্রুত জে সি সি-র লেজ গুটিয়ে নেওয়া। এবং জে সি সি-র ঘাড়ে রানের বোঝা চাপানো।

