ডোমজুর, ১০ জুন (হি. স.) : হাওড়া জেলার ডোমজুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিধ্বিংসী আগুন লাগে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ডোমজুর থানা এলাকার সরস্বতী কমপ্লেক্সের। রাসায়নিক কারখানা থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনার সময় কেমিক্যাল কারখানায় অনেকেই কাজ করছিলেন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই নিরাপদে বেরিয়ে আসেন। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থের আধিক্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ চলছে।