তিরুপতি, ১০ জুন (হি.স.): বিজেপি দেশের অগ্রগতি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নিষ্ঠার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দেন নাড্ডা। সঙ্গে পুজো দেন বিজেপি নেতৃবৃন্দও।
এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জে পি নাড্ডা বলেছেন, “আমরা দেশের অগ্রগতি এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির সাফল্য নিশ্চিত করার জন্য বিনীতভাবে ভগবান ভেঙ্কটেশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ চেয়েছি।”