পাথারকান্দি (অসম), ১০ জুন (হি.স.) : রিক্সা চালিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে প্রধানমন্ত্রীর প্রশংসার পাত্র হয়েছিলেন পিতা । আর সেই পিতার ছেলেই এবার বৃহৎ পরিমানের মাদক সামগ্রী নিয়ে ধরা পড়েছে পুলিশের জালে । ঘটনা করিমগঞ্জের পাথারকান্দির । আজ শনিবার পাথারকান্দি পুলিশের পাতা জালে মাদক সামগ্রী সহ ধরা পড়েছে মধুরবন্দ সংলগ্ন খিলেরবন্দের বাসিন্দা জনৈক আহমেদ আলীর পুত্র নাসির উদ্দিন (৩৫) ।
জানা গেছে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের গোপন সুত্রের ভিত্তিত্বে স্থানীয় পুলিশ অভিযানে নেমে এ সাফল্য পায়। শনিবার সকালে নসির উদ্দিন নিজের এম এল ০৫ এইচ ৯৬১৪এ নম্বরের মোটর সাইকেলে চেপে মাদক পাচার করতে টিলাবাড়ি এলাকায় পৌছালে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতির নেতৃত্বে একদল পুলিশ তার পিছু ধাওয়া করে পাচারে আগেই হাতেনাতে ধরে ফেলে। মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেটে মোট একষট্টি গ্রাম ব্রাউন সুগার জাতিয় ড্রাগস ও পয়ষট্টিটি প্লাষ্টিকের কৌটায় আর দুই গ্রাম ড্রাগস উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের কালোবাজারি মুল্য দশ লক্ষ টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে।বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য যে ধৃত নাসির উদ্দিনের বাবা পাথারকান্দির সুপরিচিত রিক্সা চালক আহমেদ আলী।যিনি নিজ প্রচেষ্টায় নিজের গ্রামে গত কয় বছরে ছোট বড় নয়টি স্কুল স্থাপন করে নজির সৃষ্টি করেছিলেন।এতে এক সময়ে দেশের প্রধানমন্ত্রীর মন কী বাত অনুষ্ঠানেও তার নাম উঠে আসে।তাছাড়া তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির কাছেও প্রশংসা লাভ করেন।উনার ছেলের এহেন জঘন্যতম কান্ডে এলাকার বিভিন্ন মহলে নানা চর্চার শুরু হয়েছে ।