শেষ ম্যাচে সুখময়ের দুর্দান্ত জয় সুপার লিগে আজ এসডিএম-মতিনগর

সুখময় স্কুল: ১৩

বড়জলা স্কুল: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,  ৯ জুন।। দুর্দান্ত জয় পেয়েছে সুখময় স্কুল। ফুটবল ঘরানার আঁতুড়ঘড় হিসেবে পরিচিত সুখময় স্কুল দেরিতে হলেও আজ জাত চিনিয়েছে। তবে দর্শকদের প্রত্যেকেই বলাবলি করছেন প্রথম ম্যাচে সেন্ট পলস্ স্কুলের বিরুদ্ধে সুখময় স্কুলের ছেলেরা তেমন খেলতে পারেনি কেন। গত সপ্তাহে এমন দিনে সেন্ট পলস্ এর কাছে ০-৮ গোলে হারটাই সুখময় স্কুলের কাল হয়েছে। আজ, শুক্রবার ১৩-০ গোলের ব্যবধানে বড়জলা স্কুলকে হারিয়ে সুখময় স্কুল একপ্রকার সান্তনার জয় পেয়েছে, ঠিকই পাশাপাশি গ্রুপ-সি থেকে রানার্স খেতাব পেয়েছে। তবে  ব্যথিত চিত্তে ঘরে ফিরছে আগামী বছর ভালো খেলে মুল পর্বে খেলার প্রত্যাশা নিয়ে। কেননা এই গ্রুপ থেকে যথারীতি সেন্ট পলস্ স্কুল মুল পর্বে খেলার যোগ্যতা পেয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত কাজল মেমোরিয়াল অনূর্ধ্ব ১৪ আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের শেষ ম্যাচে আজ সুখময় স্কুল ১৩-০ গোলের ব্যবধানে বড়জলা স্কুল কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল নয়-শূন্য গোলে এগিয়ে ছিল। বিজয়ী সুখময় স্কুলের পক্ষে রাজদীপ রবিদাস দুর্দান্ত হ্যাটট্রিক করেছে। এছাড়া গোপাল ঘোষ, অনন্ত চৌধুরী, দ্বীপ মালাকার ও অজয় কর্মকার প্রত্যেকে দুটি করে গোল করেছে। এছাড়া, গৌরব দেব ও বাপ্পি দাস করেছে একটি করে গোল। এক সপ্তাহ আগে প্রথমবারের মতো এস্ট্রোটার্ফে নেমে সুখময় স্কুলের ছেলেরা এতটাই ছন্নছাড়া খেলেছিল, যার জন্য সেন্ট পলস্ স্কুলের কাছে ০-৮ গোলে হারতে হয়েছিল। আজ ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দেবনাথ, বিশ্বজিৎ পাল, ইন্দ্রানী দে ও মাম্পি দে। 

দিনের খেলা- সুপার লিগের প্রথম ম্যাচ সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল খেলবে মতিনগর স্কুলের বিরুদ্ধে, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।