নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): পশ্চিম দিল্লির বৈশালী কলোনিতে আগুন লাগল নবজাতকদের একটি হাসপাতালে। বৃহস্পতিবার মধ্যরাতের পরে আগুন লাগে পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় অবস্থিত ওই নবজাতকদের হাসপাতালে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। ২০টি নবজাতককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্ত শিশু সুস্থ রয়েছে।
দিল্লি পুলিশ ও দমকল জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর ১.৩৫ মিনিট নাগাদ নবজাতকদের হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। হাসপাতালের বেসমেন্টের কিছু আসবাবপত্রে আগুন লাগে। শুক্রবার ভোররাত ২.২৫ মিনিট নাফাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ২০টি নবজাতককে কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, দমকল য্থায্থ সময়ে পৌঁছে আগুন নিভিয়েছে। সমস্ত শিশুকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ আহত হয়নি।

