নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): ইতিমধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়। পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে এই ঝড়। শুক্রবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এমনটাই জানিয়েছে। ৮ জুন রাত ১১.৩০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড় বিপর্যয় পূর্ব-মধ্য আরব সাগরের ওপর, গোয়া থেকে প্রায় ৮৪০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মুম্বই থেকে ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আইএমডি জানিয়েছে, পরবর্তী ৩৬ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামী ২ দিন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর করবে ঝড়। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানায়নি আইএমডি। ভারতে ঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। পোরবন্দরে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

