ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।।পর পর দুদিন। পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের। বাইখোরা স্কুল মাঠে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা ছিলো ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি এবং মুহুরিপুর জনকল্যান সমিটির। কিন্তু বৃষ্টির জন্য মাঠ খেলার অনুপযুক্ত হয়ে থাকায় শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। দুদলকেই ২ পয়েন্ট করে দেওয়া হয়। আকাশ যেভাবে কালো চাদরে ঢেকে আছে, তাতে আজও ম্যাত হবে কীনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।
2023-06-09

