নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় একটি মোটরবাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি এসইউভি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের, এছাড়াও আরও দু’জন আহত হয়েছেন। মৃত দুই শ্রমিক মধ্যপ্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার এনএলইউ লাল আলোর কাছে দুর্ঘটনার খবর পায় পুলিশ।
আহতদের ইন্দিরা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে মোটরবাইক এবং এসইউভিটি পাওয়া গিয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) এম হর্ষ বর্ধন। নিহতদের নাম জানা যায়নি। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

