বিশ্ব মহাসাগর দিবসে চেন্নাইয়ের সৈকত পরিষ্কার করলেন রিজিজু, তুলে ধরলেন স্বচ্ছতার বার্তা

চেন্নাই, ৮ জুন (হি.স.): বিশ্ব মহাসাগর দিবসে চেন্নাইয়ের সমুদ্র সৈকত স্বচ্ছ করে তুললেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু চেন্নাইয়ের বেসন্ত নগর সমুদ্র সৈকত পরিচ্ছন্নতার কর্মসূচিতে অংশ নেন। সকলের সামনে তুলে ধরেন স্বচ্ছতার বার্তা। প্রসঙ্গত, প্রতি বছর ৮ জুন দিনটি বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালিত হয়।

সমুদ্র সৈকত স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “শুধুমাত্র সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য আমরা এখানে জড়ো হইনি, এই বিশ্ব মহাসাগর দিবসে আমাদের সমুদ্র সৈকতকে কীভাবে পরিষ্কার রাখা যায়, সে বিষয়ে একটি উচ্চস্বরে এবং স্পষ্ট বার্তা পাঠাতে আমরা জড়ো হয়েছি।”