নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ অবশেষে দেখা দিল৷ কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন আশা- নিরাশার দোলাচলে বসে থাকা লোকজন৷ নেমে এলো স্বস্তির বারিধারা৷ বেশকিছু দিন ধরেই চলছিল তীব্র দাবদাহ৷ ঘরে বাইরে থাকা দ্বায় হয়ে দাঁড়িয়েছিল আমজনতার৷ অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসি৷ এতো গরম আগে কখনও দেখা যায়নি বলে অভিমত প্রবীণদের৷ এই অবস্থায় বৃহস্পতিবার এলো স্বস্তি কিছুটা৷ এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখভার৷ রোদ না থাকলেও ভ্যাপসা গরমে কাহিল অবস্থা ছোট বড় সকলের৷ শেষে দুপুরে আকাশ কালো মেঘে ছেয়ে যায়৷ আশায় বুক বেধে থাকা মানুষ চেয়েছিলেন আকাশ পানে কখন নেমে আসেন বরুণ দেবতা৷ শেষে একপশলা বৃষ্টি স্বস্তি এনে দিল৷ আর এই প্রিয়কে অনেক দিন পর কাছে পেয়ে অনেকে ভিজলেন৷
2023-06-08