প্রধানমন্ত্রী মোদির নয় বছর, কমলাসাগরে বিকাশ যাত্রা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ মোদির নয় বছর বর্ষপূর্তি উপলক্ষে কমলাসাগর মন্ডলের উদ্যোগে  মোদিজীর বিকাশ যাত্রা আয়ুষ্মান ভারত  মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে যাত্রা শুরু করা হয়৷ বিকাশ যাত্রা উপলক্ষে ডাক্তার নার্স রোগীদের সঙ্গে আয়ুষ্মান ভারত নিয়ে আলোচনা করেন এবং রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷বিকাশ যাত্রার কর্মসূচীতে  উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব , কমলাসাগর  মন্ডল  সভাপতি সুবীর চৌধুরী , জেলা বিজেপির সহ-সভাপতি অমল দেবনাথ, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,  বিশালগড় ব্লক চেয়ারপার্সন ছন্দা  দেববর্মা, সহ বিজেপির সকল কার্যকর্তাগণ৷ আলোচনা করতে গিয়ে মোদির নয় বছরে গরিব মানুষের জন্য বিভিন্ন নতুন নতুন প্রকল্প চালু করেছেন৷ তার এই অঙ্গ হিসাবে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্র রূপান্তরিতক হয়েছে৷ আয়ুষ্মান ভারতের মাধ্যমে রোগীরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূলের চিকিৎসার সুবিধা পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *