জাতীয় রাজনীতিকে দেশের বাইরে নিয়ে যাওয়া অনুচিত : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): বিদেশে গিয়ে বরাবরই ভারত সরকার সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য করে থাকেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ প্রসঙ্গে রাহুলের সমালোচনা করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর বলেছেন, “রাহুল গান্ধী যখনই দেশের বাইরে যান তখনই দেশের সমালোচনা করেন এবং আমাদের রাজনীতি নিয়ে মন্তব্য করার অভ্যাস রয়েছে তাঁর। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাঁরা কী দেখছে?”