রাঁচি, ৮ জুন (হি. স.) : রাঁচির সিকিদিরি থানা এলাকার লাধুপ টুংরি গ্রামের জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে।
পুলিশ জানিয়েছে, অঙ্গদের বাসিন্দা জ্যোতি কুমারীর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এদিন সকালে কিশোরীর ঝুলন্ত দেহ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রিমস মর্গে পাঠায়। মৃত কিশোরীর হাতের তালুতে লেখা আছে আই লাভ ইউ পঞ্চানন। ঘটনাস্থল থেকে নিহত তরুণীর মোবাইল ও পার্স উদ্ধার করেছে পুলিশ। থানার ইনচার্জ সত্যপ্রকাশ জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।