মধ্যপ্রদেশে গাড়ির ওপর উল্টে গেল ডাম্পার; দুই শিশু-সহ মৃত ৭, প্রাণে বাঁচলেন দু’জন

সিধি, ৮ জুন (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় যাত্রীবোঝাই গাড়ির ওপর উল্টে গেল একটি ডাম্পার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু-সহ ৭ জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেও, প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন। বুধবার সকাল ৯.৩০ মিনিট থেকে সকাল দশটার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে ডোল গ্রামের কাছে সিধি-টিকরি সড়কে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে মোট ৭ জন ছিলেন, মোট ওই গাড়িতে ডাম্পার ট্রাকটি ধাক্কা মারে, তারপর গাড়িটির ওপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু দুই শিশু-সহ ৭ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।