নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে লাইট হাউসের নির্মাণ কাজ৷ এরপরই হবে বৃহস্পতিবার বর্ডার গোল চক্করে নির্মীয়মাণ লাইট হাউস প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে এই কথা বলেন বিজেপি-র রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা৷
দেশের মাত্র ৬ টি স্থানে এই ধরনের শহরাঞ্চলে লাইট হাউস নির্মাণের পাইলট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমদানী করা প্রযুক্তি এই লাইট হাউস নির্মাণে প্রয়োগ করা হচ্ছে৷ অকল্যান্ড থেকে আগরতলা পর্যন্ত এই প্রযুক্তি আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী৷ এই লাইট হাউস নির্মাণের ফলে কেবল মাত্র আর্থিক দিক থেকে দুর্বল অংশের মানুষ কেবল ঘড় পাবে এমনটা নয়৷ একই সঙ্গে এই লাইট হাউস কম্পোজিট ডিজাইনের মাধ্যমে তৈরি করা হচ্ছে৷ এতে অঙ্গনওয়ারী কেন্দ্র , কমিউনিটি হল, হেলথ এন্ড অয়েলনেস সেন্টার থাকবে৷ ফলে মানুষের চাহিদা গুলি পূরণ করা সম্ভব হবে৷ ১০০০ হাজার মানুষ এতে থাকার সুবিধা পাবে৷ এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে কেবল আগরতলা শহর ও রাজ্যের গৌরব বৃদ্ধি করবে না, সমগ্র দেশের জন্য বড় উদাহরণ হিসাবে সামনে আসবে৷ বৃহস্পতিবার বর্ডার গোল চক্করে নির্মীয়মাণ লাইট হাউস প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে এই কথা বলেন বিজেপি-র রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা৷ এদিনের সফর সঙ্গী ছিলেন মেয়র দীপক মজুমদার, বিজেপি-র রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
2023-06-08