BRAKING NEWS

পটনার বিরোধী জোটে কেসিআর অনিশ্চিত, সেতুর মতো ভেঙে পড়বে ঐক্য, কটাক্ষ স্মৃতির


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : পটনার বিরোধী জোটের বৈঠকে সব বিরোধী দলের শীর্ষ নেতারা হাজির হলেও তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব জানান, ১৫টি দল উপস্থিত থাকবে আলোচনায়। আগামী ২৩ জুন অ-বিজেপি দলগুলির এই মন্ত্রণাসভা বসছে। সেই আলোচনা যে অচিরেই ভেঙে যাবে, তা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিরোধীদের প্রতি তাঁর শ্লেষাত্মক মন্তব্য, ওরা পারস্পরিক সমর্থনের দিকে তাকিয়ে আছে। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে ওদের সব পরিকল্পনা ধুয়ে সাফ হয়ে যাবে। যেভাবে বিহারে ১৭৫০ কোটি টাকার সেতু ভেঙে পড়েছে, সেভাবেই ওদের স্বপ্নভঙ্গ হবে।

এদিন তেজস্বী বলেন, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনও কোনও কথা পাওয়া যায়নি। ১৫টি দল বৈঠকে থাকবে। তিনি এও দাবি করেন, কোনও দলেরই প্রতিনিধি নন, শীর্ষ নেতারা উপস্থিতি থাকবেন। তিনি আরও বলেন, বিজেপি বিরোধীদের ঐক্য দেখে ভয় পেয়েছে। বিজেপি শিবিরের কিছু নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় তেজস্বী বলেন, বিরোধীদের আলোচনার ফল কী হবে, তা নিয়ে ওরা মাথাব্যথা কেন? ওরা লোকসভা ভোট নিয়ে ভয় পেয়েছে। হিমাচল প্রদেশ ও কর্নাটকে কংগ্রেসের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ওরা হারতে শুরু করেছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানাতেও হারবে।
উল্লেখ্য, এই রাজ্যগুলির কোথাও বিহারের শরিক শাসকদল আরজেডি কিংবা জেডিইউয়ের কোনও অস্তিত্ব নেই। অর্থাৎ তেজস্বী কংগ্রেসের জয়কেই বিরোধীদের জয় বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *