উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য বাজারিছড়ার স্নেহার

পাথারকান্দি (অসম), ৭ জুন (হি.স.) : উচ্চ মাধ‌্যমি‌কে নজরকাড়া ফলাফল লা‌ভে সমর্থ হল বাজা‌রিছড়ার মাকুন্দা খ্রীষ্টিয়ান এইচএস স্কুলের ছাত্রী স্নেহা পাল। সে স্টার মার্ক সহ প্রথম বিভাগে ছয়টি লেটার নিয়ে উত্তীৰ্ণ হয়। তার এই কৃতিত্বে পিতা মাতা সহ নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার শিক্ষানুরা‌গি মহল খুশি ব্যক্ত করেছেন। স্নেহা বাজারিছড়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী ও স্বনামধন্য কীর্তনীয়া সূচরীত পালের কনিষ্ঠা কন্যা।বর্তমানে সে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে স্নাতক স্ত‌রে পড়া‌শোনা করার প্রস্তু‌তি নি‌চ্ছে। মেধাবী এই পড়ুয়া লেখাপড়ার পাশাপাশি সংগীত ও নৃত্যে বিষ‌য়েও পাঠভ‌্যাস চা‌লি‌য়ে যা‌চ্ছে।