ফুটবল রেফারিদের রিপোর্টিং আজ ৩ দিনের রিফ্রেশার কোর্স শুরু কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। রেফারিদের রিফ্রেসার্স কোর্স। উদ্দেশ্য একটাই, ইচ্ছুক ও আগ্রহী রেফারীদের মাঠ মুখো করে তোলা, পাশাপাশি সংশ্লিষ্ট সকল স্তরের রেফারিদের আরো কিছুটা আপডেট করা। তিনদিনব্যাপী শিবির শুরু হবে ৯ জুন, শুক্রবার থেকে। ওইদিন সকাল আটটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই রিফ্রেশার কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোর্স-এর দায়িত্ব পালন করবেন মনিপুর থেকে আগত জাতীয় রেফারি এম জয়চন্দ্র সিং। আগামীকাল তিনি আগরতলায় পৌঁছে রিফ্রেশার কোর্সের প্রাকটিক্যাল এবং থিউরিটিক্যাল সমস্ত ক্লাসের সিডিউল তৈরি করে ত্রিপুরা রেফারি এসোসিয়েশন এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। আজ বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামের ক্লাব হাউজে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই রিক্সার কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ১১ জুন, বেলা সাড়ে এগারোটায় কোর্সের সমাপনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: প্রফেসর মানিক সাহাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার রেফারি এসোসিয়েশনের সভাপতি মানিক দেব, সচিব নারায়ন দে, সহ-সচিব খোকন সাহা, কোষাধ্যক্ষ সুব্রত রায়, সদস্য শেখর চৌধুরী ও বিশ্বজিৎ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। রিফ্রেশার কোর্সে যোগদান করার জন্য রাজ্যের প্রত্যেক রেফারিদের রাজ্য সংস্থা থেকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা হচ্ছে প্রায় ৭৫ জন রেফারি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই কোর্সে অংশ নেবেন। প্রত্যেক মহকুমার রেফারীদের আগামীকাল সন্ধ্যার মধ্যে এন এস আর সি সি-তে রিপোর্ট করতে বলা হয়েছে। কোর্সের থিওরি ক্লাসগুলো এনএসআরসিসি-তে এবং প্র্যাকটিক্যাল ক্লাস উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রেফারিদের থাকা এবং খাওয়ার ব্যাবস্থা রাজ্য ফুটবল এবং রেফারি সংস্থা বহন করবেন। এছাড়া, যাঁদের মেম্বার শীপ নেই তাঁদেরকে মেম্বারশীপের প্রদেয় ফি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।