বিশালগড়ে ক্রমশ বাড়ছে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বিশালগড়ের বিস্তীর্ণ অঞ্চলে বাইক চুরি এবং নেশা-বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রীতিমতো আতঙ্কগ্রস্থ সাধারণ মানুষ৷ নেশা বাণিজ্য প্রতিনিয়ত বিশালগড়ে যেমন ভাবে বেড়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে চুরির সাম্রাজ্য বেড়ে উঠেছে৷প্রতিনিয়ত বাড়ি করে চুরি ছিনতাই রাহাজানি ঘটে চলেছে৷  বিশালগড় থানার পূর্বতন ওসি রানা চ্যাটার্জি থাকাকালীন বিশালগড় বড় বড় বাইক চোরের মূল পান্ডাদের হাতে তুলতে সক্ষম হয়েছিলেন৷কিন্তু যখন থেকে বাদল সাহা বিশালগড় থানার দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে বিশালগড়ে একজন চোরও ধরতে পারেননি৷ জানা যায়, বুধবার সকাল বেলায় বিশালগড় সেন্ট্রাল রোডে একটি বেসরকারি ব্যাংকের কর্মীর বাইট চুরি করে নিয়ে যায় চোরের দল৷  প্রত্যেক দিনের মতোই ব্যাংক কর্মী মনিশ বিশ্বাস বুধবার সকালে তার কর্ম শুরু করার পূর্বে বাইকটি  ব্যাংকের পাশে রেখে কর্মস্থলে যোগদান করেন৷ আর এই সুযোগে চোরের দল অ্যাপাচি বাইকটি চুরি করে নিয়ে যায়৷ চুরির ঘটনা বিশালগড় থানার মূল ফটকের সামনে লাগানো সিসি ক্যামেরায় বন্দি আছে৷   বর্তমানে  যুব সমাজ নেশায় আসক্ত  হচ্ছে৷ আর এই নেশার টাকার যোগাড় করতে না পারায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে বিশালগড় জুড়ে৷  বিশালগড় থানার পুলিশ নাক ডেকে ঘুমালেও পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন নজরদারি করছেন না বলেও অভিযোগ৷