রাঁচি, ৭ জুন (হি. স.) : রাঁচির ডোরান্ডা থানা এলাকার ডিপিএস স্কুলের কাছে ছুরি দেখিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫৫,০০০ টাকা ছিনতাই করে পালায় দুস্কৃতীরা। বুধবার এই ব্যাপারে বারিয়াতুর বাসিন্দা সঞ্জয় সাহনি থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন পুন্ডগে মাছ বিক্রি করতে যাচ্ছিলেন সঞ্জয় সাহনি। সেইসময় বাইকে করে আসা দুই দুস্কৃতী ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দোরান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিএসপি। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

