তেল উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বিশ্ববাজারে বাড়ল জ্বালানির দাম

সৌদি, ৫ জুন (হি.স.) : আচমকাই তেল উ‍ৎপাদন কমানোর ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার বিশ্বের অন্যতম তেল উ‍ৎপাদককারী দেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লক্ষ ব্যারেল তেল কম উ‍ৎপাদন করা হবে। আর ওই ঘোষণার পরেই সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।

সৌদি আরব তেলের উ‍ৎপাদন কমানোর ঘোষণা করার পরেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২.৭৭ শতাংশ অর্থা‍ৎ ১.৫১ ডলার বেড়েছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৬৪ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি বেড়েছে ২ শতাংশ। নতুন দাম দাঁড়িয়েছে ৭৩.১৫ ডলার। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মূলত স্বল্প আয়ের এবং উন্নয়নশীল দেশগুলিকে জ্বালানি তেল কিনতে হিমশিম খেতে হবে।
শুধু সৌদি আরব নয়, তেল উ‍ৎপাদন কমানোর ঘোষণা করেছে রাশিয়ার নেতৃত্বাধিন ওপেক প্লাস-ও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর অর্থা‍ৎ ২০২৪ সাল থেকে প্রতিদিন ১৪ লক্ষ ব্যারেল তেল কম উ‍ৎপাদন করা হবে। জেনেভায় দীর্ঘ সাত ঘন্টা ধরে বৈঠক শেষে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল উ‍ৎপাদক দেশগুলি জ্বালানির উ‍ৎপাদন কম করার রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেওয়ায় আগামী বছর জ্বালানির দাম বাড়ার পাশাপাশি তেল নিয়ে হাহাকারও দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *