হারদোই : পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের

হারদোই, ৫ জুন (হি.স.) : সোমবার বিলগ্রাম রোডের কাসারওয়ানের কাছে একটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হরিওয়ান থানার লালাপুরোয়ার বাসিন্দা মুন্নালাল (৬৫) এর শ্যালক পরশুরাম সান্দি থানার মাদারা গ্রামে থাকেন। পরশুরামের বাড়িক এক অনুষ্ঠান সেরে মুন্নালাল তাঁর স্ত্রী মহাদেবী (৬০) ও এক শিশুকে নিয়ে স্নান করতে মাদারায় গিয়েছিলেন। সোমবার সকালে পরশুরামের ছেলে জ্ঞানেন্দ্র কুমার (২৭), তার পিসি মহাদেবী এবং পিসেমশাই মুন্নালালকে তার বাইকে লালপুরওয়াতে নামাতে বাড়ি থেকে বের হন। এদিকে, বিলগ্রাম রোডের কোতোয়ালি শহরের কাসারওয়ানের কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করে। সার্কেল অফিসার সত্যেন্দ্র কুমার সিং জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃতদেহগুলি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।