ইন্দোর, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ইন্দোরের সিরপুর এবং যশবন্ত সাগর পুকুর পরিদর্শন করেন।
সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অমৃত ধারোর পরিদর্শন করেন। যার মধ্যে ইন্দোরের সিরপুর এবং যশবন্ত সাগর পুকুরও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০.৩০ টা থেকে ১১. ৩০ টা পর্যন্ত এই দুটি জায়গার ভার্চুয়াল পরিদর্শন করেন। সকাল ৯টা থেকে স্থানীয় শিল্পী ও কলেজের শিক্ষার্থীরা পথনাট্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সাংসদ শঙ্কর লালওয়ানি এবং মেয়র পুষ্যমিত্র ভার্গব, বিধায়ক মালিনী গৌর, মেয়র পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

