নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): আগামী কিছু দিন বিহার, ঝাড়খণ্ড (বিশেষ করে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড), পশ্চিমবঙ্গ এবং সিকিমে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। তবে, কেরল-লাক্ষাদ্বীপ-পুদুচেরী-তামিলনাড়ু-কর্ণাটকের দক্ষিণ-মধ্য ভাগ এবং অন্ধ্রপ্রদেশে লাগাতার বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকল, কেরল ও আন্দামান নিকোবরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই সোমবারই বৃষ্টিতে ভিজেছে চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্ত।
বিগত কয়েকদিন ধরে গরমের দাপটে অতিষ্ঠ বিহার, ঝাড়খণ্ডের স্বাভাবিক জনজীবন। ঝাড়খণ্ডে ৩৯-৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা। সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাঁচির আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে ঝাড়খণ্ডের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি অনুভব করা যেতে পারে এবং ৮ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে। অন্তত আগামী চার দিন তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা কমই আছে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।