ফের রুজিরাকে তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ

কলকাতা, ৫ জুন (হি. স.) : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ১০টায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার সকালে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল অভিষেক পত্নীকে। অভিবাসন অফিসাররা জানিয়েছিলেন, রুজিরার বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ রয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। এর আগেও কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তানকে কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার ফের সিজিওতে ডাকা হল রুজিরাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *