নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ছাটাই বন্ধ করা, সকল দরিদ্র মানুষকে সামাজিক ভাতা প্রদান করা বিভিন্ন দাবিতে সিআইপিইউ পক্ষ থেকে সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিসে ডেপুটেশন প্রদান করা হয়৷ রাজধানীর রাধানগর স্ট্যান্ড সংলগ্ণ এলাকা থেকে কর্মীরা মৃত্যুর পরে সংশ্লিষ্ট দপ্তরের অধিকত্তার কাছে প্রদান করতে যায়৷ মিছিলের অগ্রভাগে উপস্থিত সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, পাম্প অপারেটর সহ বহু কর্মীকে ছাটাই এবং দৈহিক নির্যাতন করে চলেছে সরকার এবং শাসক দল৷ তারই প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে৷
2023-06-05

