বিদ্যুৎ নিগমের উদ্যোগে বাইসাইকেল রেলী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস৷ পরিবেশকে রক্ষা করার শপথ নিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে রাজ্য জুড়েও৷ বিশ্বায়নের ফলে পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে৷ পরিবেশকে রক্ষা না করলে ভবিষ্যতে এই পৃথিবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না৷ আর পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ হচ্ছে যানবাহন৷ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা৷  যানবাহনের এই কার্বন-ডাই-অক্সাইড পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে৷ ছোট ছোট দূরত্বে গাড়ি,  বাইকের ব্যবহার না করে বাইসাইকেলের ব্যবহার পরিবেশকে অনেকটাই রক্ষা করতে সহায়ক হবে৷ এই বার্তাকে সামনে রেখে টিএসইসিএল-র উদ্যোগে সোমবার ভুতুরিয়া স্থিত প্রধান কার্যালয়ের সামনে থেকে বাইসাইকেল যা লীর আয়োজন করা হয়৷  এই বাই সাইকেল যাসলীতে অংশ নেন বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিষ সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *