কাটোয়ায় গঙ্গার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

কাটোয়া, ৫ জুন (হি.স.) : পূর্ব বর্ধমানের কাটোয়ার গোয়াল পাড়া এলাকায় সংসারে অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধা। এরপর তাঁকে ডুবন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তাঁরাই ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় পাড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম পূর্ণিমা মণ্ডল। সোমবার গঙ্গায় ওই বৃদ্ধাকে ভাসতে দেখে এলাকার লোকজন নৌকো নিয়ে তাঁকে উদ্ধার করে।

পরে সুস্থ হয়ে পূর্ণমা দেবী জানান, তিনি বীরভূমের লাভপুরের বাসিন্দা। বাকুর গ্রামে তাঁর বাড়ি। দুই ছেলে, তাঁদের বৌ ও নাতি-নাতনি রয়েছে। সাংসারিক অশান্তির কারণে এদিন তিনি গঙ্গায় ঝাঁপ দেন। এরপর গঙ্গায় ভাসতে ভাসতে তিনি গোয়াল পাড়া ঘাটে চলে আসেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পরিচয় জানতে চাইলে তিনি একটাই কথা বলেন, “বাড়ি লাভপুর। সেখানে যেতে চাই না। মরতে চাই।” ঘটনার পর কাটোয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রাথমিক চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।