BRAKING NEWS

জেলা ক্রীড়া সংস্থার মাঠে অবৈধ কার্যকলাপ, ক্ষোভ হাফলং-এ


হাফলং (অসম) ৫ জুন (হি স) : ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার ভিতরে রাত হলে কি চলে এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলার সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাত ভর মদের আড্ডা চলে নিকি ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরেল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার মাঠের ভিতরে কিছু চেয়ার টেবিল পড়ে রয়েছে আর এই টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল জলের বোতল।

বর্তমানে ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলছে অনুর্ধ ১৬ ফুটবল প্রতিযোগিতা। এই অবস্থায় রবিবার রাতে কারা এই জেলা ক্রীড়া সংস্থার মাঠে মদের আড্ডা বসিয়েছিল এনিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। তাহলে কি খেলার আড়ালে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা মাঠের ভিতরে এভাবে সুরার আড্ডা বসান এনিয়ে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ সহ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ জেলাপ্রশাসন, পুলিশপ্রশাসন, মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা পাহাড়ি জেলার নব প্রজন্মকে নেশার কবল থেকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। এমনকি নেশামুক্ত ডিমা হাসাও গড়ে তুলতে পুলিশ জেহাদ গ্রহন করেছে। এই অবস্থায় ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রকাশ্যে এভাবে রাতের মদের আড্ডা সমগ্র শহর জুরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে এধরণের কাজে জেলা ক্রীড়া সদস্যরা জড়িত রয়েছে কিনা তানিয়ে এবার জেলা ক্রীড়া সংস্থা কি পদক্ষেপ গ্রহন করে তা হবে লক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *