মতিনগর: ২(কাজল, পাপাই)
আসাম রাইফেলস: ১(মিল্টন)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।। আজ-ই প্রথম ফুটবল মাঠে লড়াই হয়েছে। প্রতিপক্ষ জাল নেড়েছে। নিয়মিত একতরফা ম্যাচের একঘেয়েমি ভাব কেটে উঠেছে। টুর্নামেন্টের সপ্তম ম্যাচের মাথায় আজ-ই প্রথম প্রতিপক্ষ গোল করতে সক্ষম হয়েছে। কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল ফুটবলে আজ রবিবার প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হয়েছে। খেলা ছিল মতিনগর স্কুল বনাম আসাম রাইফেলস পাবলিক স্কুলের মধ্যে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত কাজল মেমোরিয়াল আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের গ্রুপ বি-এর খেলা। এতে মতিনগর স্কুল ২-১ গোলে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে ড. বি আর আম্বেদকর স্কুলকে ৮-০ গোলে হারানোর পর, আজ দ্বিতীয় খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ২-১ গোলে হারিয়ে যথারীতি উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুল এবং সুধন্ব্য দেববর্মা মেমোরিয়াল স্কুল-এর মতো মতিনগর স্কুল দলও সুপার লীগে অর্থাৎ মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফে আজ দিনের খেলায় মতিনগর স্কুল দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার ১৮ মিনিটের মাথায় কাজল মিয়ার গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে অর্থাৎ খেলার ৫০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে আসাম রাইফেলস পাবলিক স্কুলের মিল্টন দেববর্মা একটি গোল করে খেলায় সমতায় ফিরিয়ে আনলেও দীর্ঘক্ষণ এই সমাবস্থা টিকে থাকেনি। ১০ মিনিট বাদে মতিনগর স্কুলের পাপাই চক্রবর্তী আরও একটি গোল করলে ব্যবধান দুই-এক হয়। শেষ পর্যন্ত মতিনগর স্কুল দল দুই-এক গোলে জয় ছিনিয়ে নেয়। এদিকে খেলার ৪০ মিনিটের মাথায় বিজয়ী দলের কাজল মিয়া ও তন্ময় মাইশান অসদাচরনের দায়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখে সতর্ক হতে হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত , রাজীব ত্রিপুরা, চিরঞ্জিত দেববর্মা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সেন্ট পলস্ স্কুল বনাম বড়জলা স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।