জার্মান কাপে আবারও চ্যাম্পিয়ন লাইপজিগ

বার্লিন, ৪ জুন (হি.স.) : জার্মান কাপের মুকুট ধরে রাখার হাতছানিতে দারুণ পারফরম্যান্স উপহার দিল লাইপজিগ। গোল করলেন ও করালেন ক্রিস্তোফা এনকুনকু। পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হল তারা। বুন্ডেসলিগা যুগে ষষ্ঠ দল হিসেবে প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখল লাইপজিগ।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শনিবার রাতে ফাইনালে ২-০ গোলে জিতেছে লাইপজিগ। এনকুনকুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।
গত মরশুমে এই জার্মান কাপ জয়ের মধ্য দিয়েই ক্লাবের ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপার স্বাদ লাইপজিগ। সেই সাফল্যের ধারা তারা ধরে রাখল দারুণ পারফরম্যান্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *