ইসকনের উদ্যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷   ইসকন মিশনের উদ্যোগে রবিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়৷ এবছর প্রথমবারের মতো এক ভক্তের বাড়িতে স্থানযাত্রা উৎসব পালিত হয়৷ রামনগর দুই নং স্থিত জগন্নাথ পালের বাড়িতে হয় এই স্নান যাত্রা৷ এই স্নানযাত্রার দিনেই জগন্নাথ দেবের জন্ম হয়েছিল৷ এবং ভক্তবৃন্দের স্নান করাতে জগন্নাথ দেবের আজকের পর জ্বর উঠে শরীর খারাপ হয়ে যায়৷ রথযাত্রার আগের দিন ভগবান জগন্নাথ দেবের শরীর ভালো হয়৷ ফলে রথযাত্রার দিন তিনি বের হয়ে রাস্তায় পরিক্রমা করেন বলে কথিত আছে বলে জানান উদ্যোক্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *