চেন্নাই, ৩ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে তামিলনাড়ুতে এক-দিনের শোক ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩৮ জন আহতের সংখ্যা ৯০০ জনেরও বেশি। শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক-দিনের শোক ঘোষণা করেছেন।
পাশাপাশি চেন্নাইয়ের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এদিনই ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়েছেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, শিবা শঙ্কর ও অনবিল মহেশ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ওডিশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।