মণিপুরে ফের বন্দুক হামলা, কুকি জঙ্গিদের গুলিবর্ষণে আহত প্রায় ১৫, সংকটজনক দুই

ইমফল, ৩ জুন (হি.স.) : মণিপুরে অব্যাহত বন্দুক হামলা। কুকি জঙ্গিদের ফের গুলিবর্ষণে আহত হয়েছেন প্রায় ১৫ জন নাগরিক। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আহত সবাইকে ইমফলে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (রিমস)-এ নিয়ে ভরতি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চারদিনের মণিপুর সফরের শেষ দিন ১ জুন ইমফলে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুকি জঙ্গিদের সাসপেনশন অব অপারেশন (এসওএস)-এর গ্রাউন্ড রুল লঙ্ঘন না করতে সতর্ক করেছিলেন। তার পরও মণিপুরের বিভিন্ন প্রান্তে কথিত কুকি জঙ্গিরা অসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি হামলার নতুন ঘটনার খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর ছেড়ে যাওয়ার একদিন পর, আজ শনিবার ভোররাত প্রায় ২.২০ মিনিট নাগাদ ইমফল পশ্চিম জেলার কংচুপ ফায়েং এবং চিংখং গ্রামে অত্যাধুনিক বন্দুক দিয়ে হামলা চালায়। রাজ্য পুলিশের শীর্ষ সূত্রে জানা গেছে, দুই গ্রামে সন্দেহভাজন কুকি জঙ্গিদের বন্দুক হামলায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ইমফলে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (রিমস)-এ নিয়ে ভরতি করা হয়েছে।

গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে পুলিশের শীর্ষ সূত্রটি জানিয়েছে, বিপুল সংখ্যক কুকি জঙ্গি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে কংচুপ পাদদেশের আবুলোক এলাকায় ঢুকে। তারা প্রথমে সেখানকার অসামরিক মানুষজনের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গ্রামবাসী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

সূত্রটি জানিয়েছে, সংশ্লিষ্ট দুই গ্রামে জঙ্গিরা যখন হামলা চালায়, তখন খবর পেয়ে তৎক্ষণাৎ সেনাবাহিনী, বিএসএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল গিয়ে হামলাবাজদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল। ফলে যৌথ বাহিনীর তৎপরতায় ঘটনা বেশিদূর গড়াতে পারেনি। স্নিপার ডগ নিয়ে কম্বিং অপারেশন চলছে, জানিয়েছে রাজ্য পুলিশের শীর্ষ সূত্র। তবে কোনও ধরপাকড়ের খবর পাওয়া যায়ন।ি

এদিকে সেকমাইয়ের বিধায়ক হেইখাম ডিঙ্গো জানান ইমফল পশ্চিম জেলার কংচুপ ফায়েং এবং চিংখং গ্রামে কতিপয় সন্দেহভাজন কুকি জঙ্গি সাধারণ মানুষের ওপর হামলা করে অশান্তি সৃষ্টি করেচে উদ্যত হয়েছে। তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের আবেদনেও তারা সাড়া দেয়নি। বিভিন্ন স্থানে বহু সাধারণ নাগরিক বন্দুকের গুলিতে আহত হয়েছেন। তিনিও এ ধরনের সহিংস তথা অগ্নিসংযোগের মতো কার্যকলাপ বন্ধ করতে কুকিদের প্রতি আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *