অমৃতসর, ৩ জুন (হি.স.): মধ্যরাতে অমৃতসরের স্বর্ণমন্দিরের কাছে ভুয়ো বোমাতঙ্ক সতর্ক করল পঞ্জাব পুলিশকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও পুলিশ।
অনেক খোঁজাখুঁজির পর কোনও বোমা না পাওয়া গেলেও পুলিশ তিন নাবালক-সহ চারজনকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। তারাই পুলিশকে ফোন করেছিল বলে অভিযোগ। পুলিশ আধিকারিকরা অবশ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেননি।
পুলিশ সূত্র জানিয়েছে, মধ্যরাত একটা নাগাদ পুলিশ একটি ফোন পায় এবং ফোনে বলা হয় স্বর্ণ মন্দিরের কাছে চারটি বোমা রাখা হয়েছে। পুলিশ বারবার ওই নম্বরে ফোন করলেও কেউ ফোন ধরেনি। পুলিশ এলাকা স্ক্যান করলেও কোনও বোমা পায়নি। পুলিশ পরে ২০-বছর-বয়সী যুবক, কয়েকজন নাবালককে হেফাজতে নিয়েছে।