শিলচর (অসম), ৩ জুন (হি.স.) : শিলচরে কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিলচরে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়।
‘স্বাস্থ্যের জন্য সাইকেল’, এই থিম নিয়ে আজ শনিবার সকাল আটটায় মিছিলটি স্বাস্থ্য সেবার জয়েন্ট ডিরেক্টরের অফিস থেকে শুরু হয়ে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে গিয়ে শেষ হয়। মিছিলে কাছাড় কলেজের এনসিসি ক্যাডাররা অংশগ্রহণ করেন।
কাছাড় জেলা স্বাস্থ্য সমিতি, ডিএমই ডা. গুলবাহার রাজ, এফএলসি মৌসুমী ভৌমিক, ডিপিসি পিয়ালী চক্রবর্তী এবং এসিসিএফ-এর অভিজিত ভট্টাচার্য সম্মিলিতভাবে মিছিলটির আয়োজন করেছেন।

